English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৭:৪৭

বাসের ধাক্কায় নিহত এক যুবক

অনলাইন ডেস্ক
বাসের ধাক্কায় নিহত এক যুবক

রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় মোজাম্মেল হক নয়ন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত নয়ন কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নিহত নয়নের বন্ধু ওবায়দুল্লা জানান, সকালে মতিঝিল যাওয়ার উদ্দেশে ফার্মগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস নয়নকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে বেলা ১টার দিকে মারা যায়।

তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।