English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৫:৪৫

বিএমডিসির রেজিস্ট্রেশন দাবিতে প্রেসক্লাবে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
বিএমডিসির রেজিস্ট্রেশন দাবিতে প্রেসক্লাবে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল ও বিএমডিসির রেজিস্ট্রেশনের দাবিতে বুধবার (১৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 
 
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই নাইটিংগেল মেডিকেল কলেজের সকল প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে তাদের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
 
বক্তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গত ১৪ জুন ভোর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেহরির জন্য রুমে যায়। ওই সময় পুলিশের ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। এতে ভারতীয় ও নেপালী পাসপোর্টধারী শিক্ষার্থীসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়।
 
বক্তারা মানববন্ধন থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও অবিলম্বে তাদের শিক্ষা কার্যক্রমের সাম্প্রতিক প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।