English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৬:১০

ঢাকা উত্তর সিটির উন্নয়নে হাজার কোটি টাকা অনুমোদন

অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটির উন্নয়নে হাজার কোটি টাকা অনুমোদন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার পথচারীদের চলাচল সহজ করতে সড়ক, নর্দমা ও ফুটপাত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১ হাজার ২৫ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় শেষে আয়োজিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা মেগাসিটি হিসেবে পরিচিত। কিন্তু শহরের বিদ্যমান সড়ক, যোগাযোগ ব্যবস্থা পরিকল্পিত মহানগরীর তুলনায় নিম্নমানের। নগরীর ফুটপাতগুলোও চলাচলের জন্য প্রায় অনুপযোগী। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ড্রেনেজ অপ্রতুলতার কারণে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া ফুটপাতে পথচারীদের চলাচল কঠিন হয়ে যাচ্ছে।

মুস্তফা কামাল বলেন, এসব সমস্যা সমাধানে ১ হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সাল নাগাদ এই প্রকল্পের বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে জনস্বার্থ বিবেচনায় প্রকল্পটি আরও আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের আওতায় ২০৪.৮২ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ২৬৭.২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১১৯.২৭ কিলোমিটার ফুটপাত নির্মাণের পাশাপাশি একটি জিপ, ২টি ডাবল কেবিন পিক-আপ, ১০টি মোটরসাইকেল কেনা হবে।

এছাড়া প্রশিক্ষণ, পরামর্শ সেবা, ইউটিলিটি লাইন রিলোকেশন ও আনুষঙ্গিক ব্যয়, কম্পিউটার, ফটোকপিয়ার এবং যন্ত্রপাতি ও আসবাবপত্র ইত্যাদি ক্রয় করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানজট নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণসহ পথচারীদের চলাচল সুবিধা বাড়বে বলে জানান মুস্তফা কামাল।