English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ০৪:৪১

আনুষ্ঠানিক যাত্রা করলো বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেড

অনলাইন ডেস্ক
আনুষ্ঠানিক যাত্রা করলো বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেড

দেশের গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেড। মিডিয়া ক্লাবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। এ উপলক্ষে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মিডিয়া ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এইচএম ইব্রাহিম এমপি, ক্লাবের প্রেসিডেন্ট নঈম নিজাম, সাধারণ সম্পাদক অশোক চৌধুরী প্রমুখ। মিডিয়া ক্লাবের 'যাত্রা শুরু ও ইফতার মাহফিল' অনুষ্ঠানে সায়েম সোবহান বলেন, দেশের মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটি মিডিয়া ক্লাবের স্বপ্ন দেখেছিলাম। আজ ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। ক্ষুদ্র আকারে মিডিয়া ক্লাবের যাত্রা শুরু হলেও এটাকে ক্ষুদ্র হিসেবে দেখা যাবে না। শুধু আমার একক প্রচেষ্টায় নয়, সবাই মিলে ক্লাবটিকে বড় করতে হবে। তিনি বলেন, পেশাজীবী মানুষদের চিত্ত বিনোদনে এ ক্লাব ভূমিকা পালন করবে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, মিডিয়ার সঙ্গে সকল শ্রেণি পেশার মানুষের সম্পর্কের বন্ধন দৃঢ় করতে মিডিয়া ক্লাব ভূমিকা রাখবে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মির্জা আজম এমপি মিডিয়া ক্লাবের সাফল্য কামনা করেন।  আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মিডিয়া ক্লাব আগামীতে আরও বড় পরিসরে এগিয়ে যাবে এই কামনা করি।