English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১০:৪১

বারিধারায় ১০ কোটি টাকার ৪ গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
বারিধারায় ১০ কোটি টাকার ৪ গাড়ি জব্দ

রাজধানীর বারিধারা থেকে চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা ।

রোববার বিকালে অভিযান চালিয়ে বারিধারার জে ব্লক থেকে পরিত্যক্ত অবস্থায়  জব্দ করা হয় গাড়িগুলো।  গত কদিন ধরে অবৈধ গাড়ির সন্ধানে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চারটি গাড়ির মধ্যে দুটো সিডান ও দুটো জিপ। সিডান গাড়িগুলো হলো ওডিএ৫, মার্সিডিজ ই২৪০। দুটো জিপের একটি মার্সিডিজি এমএল৩৫০, অন্যটি বিএমডব্লিউ এক্স৫।

গাড়িগুলোর মধ্যে মার্সিডিজ জিপে অন্য একটি গাড়ির নম্বর প্লেট যুক্ত ছিল। অন্যগুলোতে কোনো নম্বর প্লেট ছিল না।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, আটক গাড়ি চারটির শুল্কসহ দাম প্রায় ১০ কোটি টাকা। গাড়িগুলো স্বদেশ মটরসের তত্ত্বাবধানে ছিল।