English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৭:৩১

গাজীপুরে বাসের চাপায় নিহত নিরাপত্তাকর্মী, মহাসড়কে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
গাজীপুরে বাসের চাপায় নিহত নিরাপত্তাকর্মী, মহাসড়কে বিক্ষোভ

বাস চাপায় এক নিরাপত্তাকর্মী ও ২ পোশাক শ্রমিক আহতের জেরে গাজীপুরের গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভায়। দুই ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দিলে বেলা ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুর রহমান মহাসড়কে অবস্থান নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকদের রাস্তা পারাপার করছিলেন।

এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলার সময় অপর একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে গেলে অপর দুই শ্রমিক আহত হন। শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাস চাপায় শ্রমিক মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে দিগন্ত গ্রুপের কারখানার শ্রমিকরাবিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা তারা। এক পর্যায়ে শ্রমিকদের একটি গ্রুপ অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভায়। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল আফজাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন (সকাল সাড়ে ৯টায়) মহাসড়ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে।