English Version
আপডেট : ১০ জুন, ২০১৬ ১৮:৪৩

ত্রিমুখী সংঘর্ষে গুলিস্তান রণক্ষেত্র

অনলাইন ডেস্ক
ত্রিমুখী সংঘর্ষে গুলিস্তান রণক্ষেত্র

রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আজও হকার ও মার্কেটের দোকান মালিক ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার সকাল থেকে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় ঐ এলাকার সড়কগুলো যানচলাচলের জন্য বন্ধ হয়ে যায়।সংঘর্ষে বহু আহত হয়েছে।হকারদের ছোঁড়া ইটপাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে।সংঘর্ষ শুরু হলে মানুষজন এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে। এসময় গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, ফুলবাড়িয়া এলাকায় আতঙ্ক নেমে আসে।

পল্টন থানার ওসি মসিউর রহমান জানান, সংঘর্ষে ডিসি আহত হয়েছেন।পরে জানা গেছে, হকারদের ছোঁড়া ইটের আঘাতে আহত পুলিশের ডিসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া আরও অন্তত দুইজন ব্যবসায়ীকে হাসপতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে দুই টায় পল্টন মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে শতাধিক লোককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকামহানগর পুলিশ কমিশনার আছাাদুজ্জামান মিয়াও খবর পেয়ে ছুটে যান গুলিস্তানে।পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,যারা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে মামলা হবে, গ্রেপ্তার করা হবে।আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়া হবে দুর্ভোগকারীদের বিরুদ্ধে।আস্তে আস্তে ঢাকার সব রাস্তা হকারমুক্ত করা হবে।এই ঘোষণা আমাদের আগেই দেয়া আছে। আমরা এটা বাস্তবায়ন করবো।

সকালে সংঘর্ষের পর পুলিশি লাঠিচার্জ শুরু করলে হকাররা চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।পুরো রাস্তায় ইটপাটকেল ছড়িয়ে রয়েছে।এরই মধ্যে বেশ করেকজন হকারকে আটক করা হয়েছে।

এদিকে হকাররা দুপুর দেড়টার দিকে একটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান নেয়।

গুলিস্তান এলাকাকে হকারমুক্ত ঘোষণা করা হয় আগেই।এ নিয়ে মাইকিংও করা হয়েছে।আর মার্কেটের মালিকরাও ফুটপাতে হকার বসার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার বিকালেও গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হকারদের উচ্ছেদ করে যান চলাচলের উপযোগী করা ফুটপাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিদর্শনের পরপরই গতকাল বিকালে এই সংঘর্ষ বাঁধে।এরই জের ধরে আজ শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বেলা ৩টায় মেয়র চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে মারামারি শুরু হয়।

তখন বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গুলিস্তানে আসাদ পুলিশ বক্স থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদীগামী বাসও চলছিল না।

বিকাল পৌনে ৬টায় সংঘর্ষ থামার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে তখনও দুই পক্ষে উত্তেজনা চলছিল।