English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৮:৪২

নারীসহ ২ হ্যাকার আটক

অনলাইন ডেস্ক
নারীসহ ২ হ্যাকার আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

আটক দুজন হচ্ছেন- নাইজেরীয় নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিন। এই সোনিয়া এর আগেও একবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

মনিরুল জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া এদের মূল টার্গেট।