English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ০৪:৩০

রোজা শুরুর আগেই যানজটে নাকাল রাজধানীবাসী

অনলাইন ডেস্ক
রোজা শুরুর আগেই যানজটে নাকাল রাজধানীবাসী

পবিত্র মাহে রমজান শুরুর আগেই রাজধানীতে তীব্র যানজট শুরু হয়েছে। আজ সোমবার রাজধানীজুড়েই রাস্তায় গাড়িগুলো ঠাঁই দাঁড়িয়ে ছিল ঘণ্টার পর ঘণ্টা। ট্রাফিক পুলিশও যানজট নিরসনে হিমশিম খেয়েছে। যানজটের কারণে রোগী বহনকারী অ্যাম্বলেন্সগুলোও ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারেনি।

রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, মহাখালী, বানানী, রামপুরা, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকা ঘুরে যানজট দেখা গেছে। অনেক যাত্রীকেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (হাতিরঝিল জোন) আবু ইউসুফ ঢাকাটাইমসকে বলেন, রোজা শুরু হওয়াতেই সবাই একটু দ্রুত বাসায় যাওয়ার জন্য বের হওয়ায় রাজধানীতে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।

রমজানে যানজট স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশে ফুটপাতে দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া  যানজট স্বাভাবিক রাখতে আজ ব্যবসায়ী, বাস মালিক, পেট্রোলপাম্প কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে।   

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন জান্নাতুল ফেরদাউস। মতিঝিল থেকে মিরপুর যাওয়ার জন্য বেলা ৫টার সময় বাসে উঠেন। সাড়ে ৬টা পর্যন্ত বাসে বসে থেকে শাহবাগ থেকে হাঁটা শুরু করেন। তিনি বলেন, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য অফিস থেকে বের হয়েছি। কিন্তু যানজটে দেড় ঘণ্টা বাসে বসে থেকে হাঁটা শুরু করেছি।