English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৯:৩৮

মিরপুরে হাঙ্গেরী বাইটস রেস্টুরেন্ট উদ্ভোধন

অনলাইন ডেস্ক
মিরপুরে হাঙ্গেরী বাইটস রেস্টুরেন্ট উদ্ভোধন

মানুষ বাচার তাগিদে প্রথমেই খাবারের প্রয়োজন। আর কিছু অসাধু ব্যবসায়ীর কবলে পরে বাধ্য হয়ে আমাদের অসাস্থ্যকর খাবার খেতে হয়। ফলে রোগে আক্রান্ত হয়ে থাকে আমারা। তাই মানবিক দিক বিবেচনা সকলেই চেষ্টা করব ভেজাল মুক্ত খাবার তৈরী করার। এবং রেস্টুরেন্ট কতৃপক্ষের মনে রাখতে হবে সবার জীবন বাচাতে মান সম্পন্ন খাবারের বিকল্প নাই। এবং হতেও পারেনা।

শনিবার (৪ জুন) দুপুরে ঢাকার মিরপুর ব্লক- বি তানভীর রোর্ডস্থ হাঙ্গেরী বাইটস রেস্টুরেন্ট উদ্ভোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মিরপুর ১৪ নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব হুমায়ূন রশীদ জনি এসব কথা বলেন।

কমিশনার সমস্ত হোটেল রেস্টুরেন্ট মালিক ও শ্রমিকদের প্রতি মান সম্পন্ন খাবার তৈরী করার আহবান জানান।

এসময়ে হাঙ্গেরী বাইটস রেস্টুরেন্টের মালিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং রেস্টুরেন্ট কতৃপক্ষ উপস্থিত সবাইকে মানসম্পন্ন খাবার পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।