English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১১:৪৩

রাজধানীতে চালককে আঘাত করে ট্রাক ছিনতাই

অনলাইন ডেস্ক
রাজধানীতে চালককে আঘাত করে ট্রাক ছিনতাই

নামে এক চালককে আঘাত করে চিনিভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার শ্যামলী ও আদাবরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, ওই ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাকে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।