English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৫:২৩

পঙ্গুর দালাল ও ফার্মেসি মালিকদের জেল-জরিমানা

অনলাইন ডেস্ক
পঙ্গুর দালাল ও ফার্মেসি মালিকদের জেল-জরিমানা
রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালাল ও ফার্মেসি মালিকসহ ৯ জনকে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার (৩০ মে) দুপুরে অভিযানটি পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। র‌্যাব জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কম টাকায় চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার অপরাধে দালাল মনির হোসেন ও আবদুল বাশারকে দুই মাস করে এবং হাজেরা বেগম ও মালেকা বেগমকে ১৫ দিন করে কারাদণ্ড দেন আদালত। এসময়ে সরকারি ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া প্যাথেড্রিন জাতীয় ওষুধ বিক্রির অপরাধে হাসপাতালের সামনের খাজা মেডিকেল সার্ভিসেস-১ এর মালিক কামরুল ইসলাম, খাজা মেডিকেল সার্ভিসেস-২ এর মালিক আবদুল কাদির, লাইফ ফার্মা-১ এর মালিক দেলোয়ার হোসেন, লাইফ ফার্মা-২ এর মালিক নাইমুল ইসলামকে ১০ হাজার টাকা করে ও ডে-নাইট ফার্মেসির মালিক হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দালালদের প্রলোভনে সাধারণ রোগীরা নিম্নমানের ক্লিনিকে চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন। হাসপাতালের সামনে সরকারি ওষুধ ও লাইসেন্স ছাড়া স্পর্শকাতর ওষুধ বিক্রি করছিল কয়েকটি ফার্মেসি। অভিযানে তাদের জেল-জরিমানা করা হয়।