English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৮:২৫

গৃহকর্মী হত্যার দায়ে স্বামী-স্ত্রী রিমান্ডে

অনলাইন ডেস্ক
গৃহকর্মী হত্যার দায়ে স্বামী-স্ত্রী রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী শিশু হাসিনা খাতুনকে (১২) নির্যাতন করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটক গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজাকে এক দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৯ মে) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যেকে এক দিন করে রিমান্ড প্রদান করেন।

গাজীপুর থেকে শনিবার গভীর রাতে গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজাকে আটক করে পুলিশ।