English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৮:০৯

চাঁদনীচকে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চাঁদনীচকে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

রাজধানীর চাঁদনীচক মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোভা (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি ওই মার্কেটে ঝাড়ুদারের কাজ করতেন।

শনিবার (২৮ মে) চাঁদনীচক মাকের্টের ৩য় তলায় দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভা টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্ধা ছিলেন।

স্থানীয়রা  জানান, তৃতীয় তলায় বিদ্যুতের সুইচ অফ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন শোভা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।