English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৯:২২

সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ালেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক
সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ালেই শাস্তি

রমজানে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ পেলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানে কর্পোরেশনের মুহাম্মদ হানিফ মিলনায়তনে ব্যবসায়ীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারের পক্ষ থেকে আগেভাগে দাম নির্ধারণ করে দেওয়ায় এবার দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া খাদ্যদ্রব্যে ফরমালিন না মেশাতেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন মেয়র। প্রতিটি বাজারে পণ্যের দাম টাঙিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র ব‌লেন, আপনারা পণ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না। কেউ যদি ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য রাখেন তার বিরুদ্ধে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

রমজানে বাজার মনিটরিং করার জন্য ডিএস‌সি‌সির পক্ষ থেকে একটি টিম করা হচ্ছে জানিয়ে সাঈদ খোকন ব‌লেন, আমা‌দের টিম প্রতিদিন ডিএস‌সি‌সিভুক্ত বাজার পরিদর্শন করবে। বাজা‌রে টাঙ্গানো মূল্য তালিকার বাইরে কেউ পণ্যে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজা‌রে সিটি কর্পোরেশনের মূল্য তালিকা বোর্ড ডিজিটাল করা হবে।

খেলা জায়গায় পশু জবাই করলে তা‌দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার ‌জেনারেল (অব.) ড. মো. সাইদুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামালসহ ব্যবসায়ী প্র‌তি‌নি‌ধিরা।