English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১১:২৮

এন আর বি জাপানের উদ্যোগে জাপান বাংলাদেশের বন্ধুত্তের ৪৫ বৎসর উৎযাপন

অনলাইন ডেস্ক
এন আর বি জাপানের উদ্যোগে জাপান বাংলাদেশের বন্ধুত্তের ৪৫ বৎসর উৎযাপন

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন এন আর বি জাপান এর উদ্যোগে গত  ২২শে মে, ২০১৬ রোজ রবিবার টোকিও কিতা কু, হক্তপিয়া হলে, জাপান বাংলাদেশ বন্ধুতের ৪৫ বৎসর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা এবং জাপানিজ ও বাংলাদেশী শিল্পীর অংশগ্রহণে এক মনোজ্ঞ মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে |

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাইকা  এর সম্মানিত মহাপরিচালক জনাব তাকাও তউদা,   বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জনাব মাসুশির হরিগুছি, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত,

মীর মোঃ মহসিন

সাধারন সম্পাধক এন আর বি জাপান