English Version
আপডেট : ২৩ মে, ২০১৬ ১৪:০১

গতকাল গভীর রাতে মিরপুর-১১ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
গতকাল গভীর রাতে মিরপুর-১১  একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আবিদা সুলতানা অনন্যা (২০)। গতকাল রবিবার গভীর রাতে মিরপুর-১১ এর ব্লক বি-এর একটি বাসায় এ ঘটনা ঘটে।

অনন্যা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি’র (বিইউবিটি) বিবিএ এর ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।   

অনন্যার বাবা আবুল কালাম আজাদ জানান, রাতে নামাজ পড়তে যাই। বাসায় ফিরে দেখি ওড়না পেঁচিয়ে অনন্যা ফ্যানের সঙ্গে ঝুলছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।

পল্লবী থানার এসআই রফিকুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।