English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৮:৫৯

মোল্লা সল্টের ৩ শ্রমিক মৃত্যু

অনলাইন ডেস্ক
মোল্লা সল্টের ৩ শ্রমিক মৃত্যু

নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোল্লা সুপার সল্টের হাউস পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়া গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে । একই ঘটনায় অসুস্থ হয়েছেন আরো ৫ জন। সোমবার দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহাবুদ্দিন (৪০) ও আলমাছ তালুকদার (৩০) এবং ইব্রাহিম (৩০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- জাহাঙ্গীর (৪৫), মো. আলী (৩০), মো. রাসেল (৩০), মিজান (৩২) এবং আলমাসকে (৩৫)।

অসুস্থ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজমীন জানান, লবণ হাউসের বিষক্রিয়ার গ্যাস তাদের ফুসফুসে প্রবেশ করার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বাকি ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাউস পরিষ্কার করতে নামে ৮ শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে।

এ সময় তাদের উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ঢামেকে আনার পর আরো এক শ্রমিকের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দুই জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’