English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৬:৩৭

সেবার মান নিয়ে জনগণ সন্তুষ্ট নয়: নাসিরউদ্দিন

অনলাইন ডেস্ক
সেবার মান নিয়ে জনগণ সন্তুষ্ট নয়: নাসিরউদ্দিন

সরকারি অফিসগুলোর সেবার মান নিয়ে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।

সোমবার (৯ মে) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যক্রম নিয়ে ১৩তম গণশুনানির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসিরউদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত ১৩টি গণশুনানি হয়েছে। কোনো গণশুনানিতেই সরকারি অফিসগুলোর সেবা নিয়ে ভালো মন্তব্য পাওয়া যায়নি। সরকারি অফিসগুলো এখনও সেবা গ্রহীতাদের আস্থা অর্জন করতে পারেনি।

সরকারি অফিসগুলোর সেবা মানোন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচি হিসেবে গণশুনানি হচ্ছে। এর পাশাপাশি দুর্নীতি দমন ও প্রতিকারের কাজটিও করছে দুদক। সেক্ষেত্রে দুর্নীতিবাজদের হুঁশিয়ার করতে চাই, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম, দুদক কমিশনার (তদন্ত) এ.এফ.এম. আমিনুল ইসলাম, জাইকা প্রতিনিধি হিরোকি ওটানাবি ও দুদক মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া।

আজকের গণশুনানিতে বিআরটিএর মেট্রো সার্কেল উত্তর, সার্কেল দক্ষিণ সার্কেল-৩ এর কর্মকর্তা ও সেবা গৃহীতারা অংশগ্রহণ করেন।