English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৯:০৮

‘গরবিনী মা’ সম্মাননা পেল রুহিলা খাতুন

অনলাইন ডেস্ক
‘গরবিনী মা’ সম্মাননা পেল রুহিলা খাতুন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ সম্মাননা পেয়েছেন রুহিলা খাতুন। তিনি সম্প্রচারের অপেক্ষাধীন নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালনা কর্মকর্তা ডা. আবদুন নূর তুষারের মা।
 
রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে বিশিষ্ট নারীদের বিশেষ সম্মননা দেওয়া হয়। অনুষ্ঠানে রুহিলা খাতুনের ক্রেস্ট তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। স্বাগত বক্তব্য দেন আয়োজক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়। আমার মা বেঁচে নেই তাই প্রতিটি মুহূর্তে মায়ের অভাব অনুভব করি। আজকের এই বিশেষ দিনে সকল মায়েদের আমার বিনম্র শ্রদ্ধা জানাই।’ ২০১৪ সাল থেকে ‘গরবিনী মা’ সম্মাননা দিয়ে আসছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।