English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৯:৪৮

আমি চুপ হয়ে গেছি: অজয় রায়

অনলাইন ডেস্ক
 আমি চুপ হয়ে গেছি: অজয় রায়

‘আমি চুপ হয়ে গেছি। আমাকে চুপ করা হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডের পর আমি চুপ হয়ে গেছি। এক সময় আমি কথা বলতাম। প্রতিবাদে মুখর থাকতাম। এখন আমি চুপ হয়ে গেছি।’

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শনিবার (৭ মে) সকালে ড. মো. আনোয়ার হোসেন রচিত ‘অনন্ত আমরা চুপ থাকবো না’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন নিহত লেখক অভিজিত রায়ের পিতা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।

অধ্যাপক বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে আমাকে বলা হয়েছে, ‘অভিজিতের তিনজন হত্যাকারী নজরদারিতে রয়েছেন। তখন গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, নজরদারি মানে কি? নজরদারি না করে আটক করছেন না কেন?

তারা উত্তর দিতে পারেননি।

এখন গোয়েন্দা বিভাগ থেকে বলা হচ্ছে, অভিজিতের হত্যাকারীরা দেশত্যাগ করেছেন। তাহলে আপনারা কিসের ঘোড়ার ডিমের নজরদারি করেছেন?’

পুলিশের আইজিপিকে উদ্দেশ করে অজয় রায় বলেন, ‘টার্গেট করে জঙ্গিরা হত্যা করে যাচ্ছে। জঙ্গিরা টার্গেট তালিকা দিয়েছে। তাদের রক্ষা করতে পারছেন না। এই ব্যর্থতা নিয়ে পুলিশের আইজিপির পদত্যাগ করা উচিত। আজই তার পদত্যাগ করা উচিত।

’অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক অজয় রায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন ‘অনন্ত আমরা চুপ থাকব না’ বইটির প্রকাশক এবং ‘মত ও পথ’ পত্রিকার সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সচিব রনজিত কুমার বিশ্বাস, সাংবাদিক অজয় দাশগুপ্ত, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ শামীম প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপন করেন জয়ন্ত চট্টপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু, প্রবীর পাল।