English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৬:২০

শাহজালালের টয়লেট থেকে ৩.৭ কেজি সোনা জব্দ

অনলাইন ডেস্ক
শাহজালালের টয়লেট থেকে ৩.৭ কেজি সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, বিমানবন্দরের টয়লেট থেকে শনিবার (৭ মে) দুপুরে ৩২টি সোনার বার জব্দ করা হয়। প্রত্যেকটি বার ১১৬ গ্রাম করে মোট ৩ কেজি ৭০০ গ্রাম সোনার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।