English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১৪:০৩

২৫ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ৬ মে; এলাকায় উৎসবের আমেজ

মো.আব্দুল কাদির/সোহেল
ষ্টাফ রিপোর্টার
২৫ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ৬ মে; এলাকায় উৎসবের আমেজ

তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৫ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সম্মেলন আগামী ৬ মে শুক্রবার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও তেজগাঁও ১৮ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।

উক্ত সম্মেলনে ২৫ ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও (সভাপতি প্রার্থী) শেখ আতাউর রহমান লিটন, এছাড়া সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি আল আমিন মানিক ও সহ সভাপতি মো. ওবায়দুল হক নকু।

আসন্ন সম্মেলন উপলক্ষে ওয়ার্ড নেতাদের নিয়ে রাতদিন জোর প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ধারণা করা হচ্ছে, এলাকার আওয়ামী পরিবার হিসেবে পরিচিত ও দীর্ঘদিন আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা শেখ আতাউর রহমান লিটনের জয়ের সম্ভাবনাই বেশি।  

স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত। এছাড়াও তিনি ওয়ার্ডে জনকল্যাণমূলক কাজের জন্য সর্বমহলে বেশ প্রশংসিত। তার কঠোর ভূমিকার কারণে পূর্ব নাখালপাড়া, লিচুবাগান, শাহিনবাগ, পশ্চিম নাখালপাড়া, আরজতপাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন বন্ধ হয়েছে। এছাড়া এলাকায় ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধেও তার ভূমিকা অতুলনীয়।  

ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী এবং দুই কন্যা সন্তানের পিতা। পারিবারিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার বড় ভাই কাউন্সিলর শেখ মজিবুর রহমান তেজগাঁওয়ের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে (সাবেক ৩৮ নং) বর্তমান ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।  সমাজকল্যাণ মূলক কাজে তাদের পরিবারের সুখ্যাতি অনেক পুরনো। নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, হাজী মরণ আলী কামিল মাদ্রাসা, এতিমখানা, ছাত্রাবাস, রাস্তাঘাট নির্মাণে তাদের অবদান অনস্বীকার্য।

আসন্ন সম্মেলন প্রসঙ্গে লিটন জানান, যুবলীগ কর্মীদের ইচ্ছায় আমি সভাপতি প্রার্থী হয়েছি। সভাপতি পদে আমি বিজয়ী হলে এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল অসামাজিক কাজ বন্ধে যুবলীগ ও স্থানীদের সঙ্গে নিয়ে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। জঙ্গী ও সন্ত্রাসী নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। এজন্য এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা আরো জোরদার এবং কার্যকর করার লক্ষ্যে থানা পুলিশের সহযোগী হিসেবে কাজ করে যাব।

বর্তমান সহ সভাপতি (সভাপতি প্রার্থী) ওবায়দুল হক নকু বলেন, ইতিপূর্বেও আমি যুবলীগ কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। বিগত বিএনপি-জামায়াত জোটের সময় আওয়ামী লীগের সঙ্গে থেকে তেজগাঁওকে যুবলীগের শক্ত ঘাটি হিসেবে তৈরি করেছি। সংগঠনকে শক্তিশালী করার জন্য নিয়মিত বৈঠক করে করেছি। দীর্ঘদিন যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতেও থাকব। জাতির পিতার মহান আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। সভাপতি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।