English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১১:০৯

রাজধানীর রাজাবাজার বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর রাজাবাজার বস্তিতে আগুন
রাজাবাজার বস্তিতে আগুন

রাজধানীর গ্রিন রোডের পশ্চিম রাজাবাজারের আমবাগান বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধাবার (৪ মে) সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে আমবাগান বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।