English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২০:৩৪

লেমন-লাইম টেস্টে স্প্রাইট

অনলাইন ডেস্ক
লেমন-লাইম টেস্টে স্প্রাইট

দেশের বাজারে স্প্রাইট নিয়ে আসছে নতুন ফ্লেভার। এতে স্প্রাইটের লেমন-লাইম টেস্টের পাশাপাশি অম্লতার মাত্রা ও খনিজ জলের গুণমান বজায় থাকবে। এ স্প্রাইটে সুস্বাদু কোমলপানীয়র সব ধরনের স্বাদই রয়েছে। ভোক্তাদের এ গ্রীষ্মে চাঙ্গা করে তুলবে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার (৩ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন স্প্রাইটের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, নতুন স্বাদের স্প্রাইট এ গ্রীষ্মে ও আসন্ন উৎসবের মৌসুমে কোমলপানীয়র ভোক্তাদের মন জয় করে নেবে।

২০১২ সাল থেকে বাংলা চলচ্চিত্রকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করার প্রচেষ্টায় নিয়োজিত প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে স্প্রাইট এই গ্রীষ্মে ক্যাম্পেইনের অংশ হিসেবে স্প্রাইট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করবে।

এ ছাড়াও স্প্রাইট কলেজ-ইউনিভার্সিটি পর্যায়ে চার মাসব্যাপী স্প্রাইট পার্ক আপ কমেডিয়ান প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান কমেডিয়ানদের খুঁজে বের করার কার্যক্রম শুরু করবে। প্রতিটি ক্যাম্পাস থেকে বাছাই করা সেরা কমিডিয়ান রেডিও ফুর্তিতে পারফর্ম করার সুযোগ পাবেন।

স্প্রাইট তার চিরচেনা লেমন-লাইম স্বাদের পাশাপাশি আরও নিয়ে এসেছে ছয় ধরনের বিশেষ মিক্স।