English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১০:৩৩

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
প্রতীকী ছবি।

 

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৪০) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিনে কাজলার ফাতেমা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মৃত আব্দুল রহিমের ছেলে। তিনি ট্রাফিক পূর্ব ডেমরা জোনে কর্মরত ছিলেন ও রাজারবাগ পুলিশ লাইনে থাকতেন।

ট্রাফিকের এটিএসআই আজিজুল হক জানান, দেলোয়ার হোসেন রাজারবাগ পুলিশ লাইন থেকে ডিউটিতে যাওয়ার সময় ওই পেট্রোল পাম্পের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।