English Version
আপডেট : ১ মে, ২০১৬ ২১:০১

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন

ষ্টাফ রিপোর্টার
কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আজ রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ছুটির দিন থাকায় মার্কেটের ভিতরে লোকজনের সমাগম কমছিলো।  ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটটিতে কাপড়ের দোকান, খাবার হোটেল ও প্লাষ্টিকের সামগ্রীর প্রায় শতাধিক দোকান রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।