English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৮:৪৪

টঙ্গীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সমাবেশ

রেজাউল কবির রাজিব, টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ
টঙ্গীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সমাবেশ

“বাল্য বিবাহ আইনগত দন্ডনিয় অপরাধ, বাল্যবিবাহ বন্ধকরুন-সুস্থ সমাজ গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে গাজীপুর জেলার জন্য বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডে সচেতনতা সমাবেশ শুক্রবার স্থানীয় কাউন্সিলার আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার শিরিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতা সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তা মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহব্বায়ক নীলিমা আক্তার লিলি।

গাজীপুর মহানগর যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, হাজী মোঃ শাহ আলম, কাজী মোঃ সোহেল, স্থানীয় মহিলা নেত্রী হাজেরা বেগম, ড. নাজমা পারভিন নাজ, স্থানীয় স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রুহুল আমীন মনি সরকার, জয় সরকার, আম্বিয়া খাতুন, নীরু বালা কালী, রুপা হাজী, বকুলী বেগম, সাবিনা আক্তার, রোকেয়া বেগম, সাহানা বেগম প্রমূখ।

আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য বার্তা বিতরণ করা হয়েছে।