English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৬ ১৬:২৯

তুরাগে সুইসাইড নোটে লিখে গৃহবধূর আত্মহত্যা

ইলিয়াছ মোল্লা
তুরাগে সুইসাইড নোটে লিখে গৃহবধূর আত্মহত্যা
আত্মহত্যা

রাজধানীর তুরাগে পারিবারিক কোলহের জেরে তানজিলা (২৩) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তানজিলার বাড়ী সিলেটের জকিগঞ্জের আল-বারাকা আবাসিক এলাকায়।  

জানা যায়, ৮/৯ মাস আগে চাচাতো ভাই সুমনের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সুমন-তানজিলা। এরপর থেকে সুমন তুরাগের নাইন স্টার ক্যাপ ফ্যাক্টুরিতে কাজ করে সংসার চালাতো। কিন্তু গত দেড় মাস পারিবারিক কোলহের জেরে সুমন বাসা ছেড়ে চলে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তানজিলা ঘর থেকে বাহির না হওয়া প্রতিবেশিরা ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতে তানজিলার মৃত দেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মৃত তানজিলার রুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে সে লিখেছে, তার কাছে লতা আপা ১৬০ টাকা, সিংগারা দোকানে ৩৫ টাকা এবং পাশের রুমের ভাবি ৪০০টাকা পাবে। এছাড়া সমিতিতে তার জমানো আছে ৪০০০টাকা। দয়া করে আমার তার কাছে পাওয়া টাকা গুলো যেন কেউ পরিশোধ করে। আর তার মৃত্যুর পর যেন সংবাদটি তার বাবাকে জানানো না হয়।     

এদিকে মৃত তানজিলার ফুফু রেহানা বেগম সুমনকে দায়ি করে তুরাগ থানায় একটি হত্যা প্ররচণা মামলা দায়ের করেন। রেহানা বলেন, তানজিলার মৃত্যুর সুমনই দায়ি। গতকয়েক মাস সে তানজিলার ওপর মানসিক অত্যাচার চালিয়ের যার ফলে সে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় মৃত তানজিলার ফুফু বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং ১০।  আসামি গ্রেফতারে পুলিশ চেষ্টা অব্যহত রেখেছে।