English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১১:১২

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ষ্টাফ রিপোর্টার
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় শরিফা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. সেলিম কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের ফুটপাতে থাকে। তিনি পেশায় রিকশা মিস্ত্রি। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতেন। শরিফা সকালে কাজে যাচ্ছিলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগতীর একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শরিফাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।