English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৬:৫৬

মোজা থেকে দুই কেজি সোনা জব্দ

অনলাইন ডেস্ক
মোজা থেকে দুই কেজি সোনা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের ১৮টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে তাকে ‍আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে দুপুর ১২.৩০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বশির।

গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করে দুই পায়ের মোজা থেকে ১৮টি সোনার বার জব্দ করা হয়। আটক বশিরের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।