English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ২০:০৫

তুরাগে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট

ইলিয়াছ মোল্লা
তুরাগে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট

 

রাজধানীর তুরাগে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে তুরাগের খায়ের টেক বাজারে ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ সভাপতি গাজী সিরাজুল ইসলামের মালিকানাধীন দোকানে ২০/২৫ জন যুবকের একটি দল আকস্মিক হামলা ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা দোকানে কর্মচারীদের মারধর করে দোকানের ক্যাশ ব্যাক্স থেকে নগদ প্রায় ৮৫ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকার ছিট কাপড় লুট করে।

এই ঘটনায় সিরাজুল ইসলাম বাবু বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০জনকে আসামি করে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম উল্লেখ করীরা হলেন- মো. জাকির হোসেন (৩২), কালু মিয়া (২৮) প্রতা মিয়া (২৫) এবং মাসুদ ওরফে পিচ্চি মাসুদ (২৩)। তাদের বাবার নাম মিরাজ মিয়া।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি তদন্ত দুলাল হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি তদন্ত করে দেখব। আগাম কোনো মন্তব্য করতে পারছি না।