English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৯:১১

রাজাবাজার থেকে বিমানবালার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজাবাজার থেকে বিমানবালার লাশ উদ্ধার

ঢাকার শেরেবাংলা নগর থানাধীন রাজাবাজার এলাকার একটি বাসা থেকে এক বিমানবালার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিহত বিমানবালার নাম হুমাইরা জাহান (৩৫)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পশ্চিম রাজাবাজার এলাকার একটি ৬তলা ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জলিল জানান, খবর পেয়ে পশ্চিম রাজাবাজারের ওই বিমানবালার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে ।