English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৮:৫৮

কলাবাগানে উদ্ধার ব্যাগে ৯ আলামত

অনলাইন ডেস্ক
কলাবাগানে উদ্ধার ব্যাগে ৯  আলামত
রাজধানীর কলাবাগানে গতকাল সোমবার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু মাহবুব তনয়কে (৩০) খুনের ঘটনায় উদ্ধার হওয়া একটি ব্যাগে ৯ ধরনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
 
খুনের পর কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার সময় একজনের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেন কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ। এসময়ে ওই যুবকদের ধারালো অস্ত্রের আঘাতে আহতও হন তিনি।
 
অবশ্য এ ব্যাগের মধ্যে পিস্তল, ম্যাগাজিন, গোলাকৃতির আগ্নেয়াস্ত্র, চাপাতি, লাল চেক গামছা, পুরোনো লুঙ্গি, কাপড়ের টুপি, বাংলা ও আরবি লেখা সাদা কাগজের টুকরো ও অফিশিয়াল ব্যাগ পাওয়া গেছে।
 
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জুলহাজ মান্নান দেশে সমকামীদের প্রথম ও একমাত্র সাময়িকী 'রূপবানের' একজন সম্পাদক ছিলেন। আর 'লোকনাট্য দলের' কর্মী তনয় পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে 'শিশু নাট্য প্রশিক্ষক' হিসেবেও কাজ করতেন। এ ঘটনায় সোমবার গভীর রাতে জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান একটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, কলাবাগানের জনৈক রাশেদ মোশারফের বাসার সামনে পাঁচ-ছয়জন সন্দেহভাজন যুবককে চ্যালেঞ্জ করে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের কাঁধে ব্যাগ ছিল। গায়ে ছিল একই রঙের টি-শার্ট। একপর্যায়ে এএসআই মমতাজ দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তবে তিনি একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিতে সক্ষম হন। পরে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।