English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৬:০৯

শাহজালাল থেকে ১৬০টি স্বর্ণেরবার জব্দ

অনলাইন ডেস্ক
শাহজালাল থেকে ১৬০টি স্বর্ণেরবার জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমসের শুল্ক গোয়েন্দা তদন্ত বিভাগ।
 
সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে দুবাই থেকে আসা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী হাবিবুর রহমান কাছ এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
 
ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াজুর ইসলাম জানান, হাবিবুর রহামন দুবাই থেকে ওজন মাপার যন্ত্র ও বেশ কিছু খেলনা আনেন। সন্দেহ হলে জিনিসপত্রগুলি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে সাড়ে তিন কেজি ওজনের মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।