English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ২০:৩২

বিকাশ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
বিকাশ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা
মিরপুরে আজিজুল হাকিম সুমন (২৮) নামে বিকাশ কর্মীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ এপ্রিল) সকালে মিরপুর-১ নম্বর সেকশনের কমার্স কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গাবতলীর শুভ্র ট্রেড ইন্টারন্যাশনালের বিকাশ কর্মী আজিজুল বেলা সাড়ে ১১টার দিকে কমার্স কলেজের পাশে চেতনা স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তার গতিরোধ করে।
 
এ সময় পাশের চায়ের দোকানে বসা আরও একজন তাদের সঙ্গে যোগ দেয়। তারা আজিজুলের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়।
 
একপর্যায়ে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিল বলে আজিজুল দাবি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বিষয়টি মিরপুর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। গুলিবিদ্ধ আজিজুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন আশঙ্কামুক্ত।