English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ১৬:১৪

ঢামেকে ফেলে যাওয়া শিশুটি শঙ্কা মুক্ত নয়

অনলাইন ডেস্ক
ঢামেকে ফেলে যাওয়া শিশুটি শঙ্কা মুক্ত নয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া সেই কন্যা শিশুটি শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২৩ এপ্রিল) শিশুটিকে আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রশাসন) খাজা আব্দুল গফুর জানান, শিশুটি ভূমিষ্ট হওয়ার পরপরই নাড়িতে সমস্যা দেখা দেয়। তার অবস্থা আশঙ্কা মুক্ত নয়। শিশুটিকে সুস্থ করার সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফ উল হক কাজল জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তি রেজিস্টার্ড খাতায় শিশুটির মায়ের নাম লেখা হয়েছে আসমা, বাবা মনির, গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। আর বর্তমান ঠিকানা লেখা হয়েছে, রাজধানীর আজিমপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১নং গেট।