English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৬ ১২:৩৯

ধানমন্ডিতে বহুল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে বহুল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বেলাল হোসেন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন। বেলাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আলতাফ মিয়ার ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৩ নং শুক্রাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ১০তলা ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান বেলাল। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।