English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৮:১৫

বেতন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
বেতন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরের পাইকপাড়ায় বেতনের দাবিতে বিএইচএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২.২০ টার শ্রমিকরা অবরোধ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পাইকপারা-আহমেদনগর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
ঘটনাস্থল থেকে মিরপুর মডেল থানার এসআই আহসান হাবীব জানান, গার্মেন্টসটির মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষ বেতন দিতে রাজি হয়েছে। মতিঝিলের একটি ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় আনা হচ্ছে। বিষয়টি শ্রমিকদের বলার পরও তারা মানছেন না। তিনি জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখলেও কোন ভাংচুর বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাননি। এসআই শ্রমিকদের বরাতে জানান, বেতনের টাকা কারখানায় আসলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন। এরপরেও শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে বলেও জানান আহসান হাবীব।