English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৭:৫১

শাহজালালে সাড়ে চার কেজি গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে সাড়ে চার কেজি গাঁজা জব্দ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
 
বুধবার (২০ এপ্রিল) বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি ট্রলি ব্যাগ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। ট্রলি ব্যাগটির ভেতরে তিনটি পলিথিনের প্যাকেটে এই গাঁজা রাখা ছিল।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক সফিউর রহমান জানান, গোপন সংবাদ ভিত্তিতে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগের ভেতর থাকা তিনটি প্যাকেট থেকে সাড়ে চারকেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
তিনি জানান, গত ১৩ এপ্রিল লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০১৬ নম্বর ফ্লাইটে ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছিল। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।