English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২১:০৪

বংশালে ছিনতাইকারীর গুলিতে আহত ডিবি পুলিশ

অনলাইন ডেস্ক
বংশালে ছিনতাইকারীর গুলিতে আহত ডিবি পুলিশ

রাজধানীর বংশালের তাঁতি বাজার এলাকায় ছিনতাইকারীদের গুলিতে মাহাবুব (৩৫) নামে গোয়েন্দা (ডিবি) পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশের ডিবি (পূর্ব) মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত কিছু আসামিদের সঙ্গে নিয়ে দুপুরে তাঁতি বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে এসআই মাহাবুব পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।