English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৩:২০

ইউটানে কার্ভার ভ্যান উল্টে যায়

অনলাইন ডেস্ক
ইউটানে কার্ভার ভ্যান উল্টে যায়

রাজধানী কুড়িল বিশ্বরোর্ডে তির’শ ফিট রাস্তায় একটি কার্ভার ভ্যান ইউ টান দিতে ঘিয়ে উল্টে যায়। শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বন্সুন্ধরা তিন’শ ফিট রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসময়ে এই এলাকা ফাকা থাকায় অন্য কারো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই পতিবেদন পযন্ত, এই ঘটনা পর চালককে পাওয়া যায়নি ঘটনাস্থলে। এতে দুই জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।