English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১৭:৪৪

সাংবাদিক শামীম চৌধুরীর মা আর নেই

ষ্টাফ রিপোর্টার
সাংবাদিক শামীম চৌধুরীর মা আর নেই

সাংবাদিক শামীম চৌধুরীর মা আবির-উন-নেসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭০)বছর।

শামীম চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে তুরাগ থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। তারা মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাত কামনা করেন। এদিকে শুক্রবার বাদ জুম্মা মরহুমার গ্রামের বাড়ীতের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক শামীম চৌধুরী তুরাগ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। তিনি দৈনিক গণতদন্ত ও জাতীয় পাক্ষিক বিচিত্র অপরাধ বার্তার পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছে।