English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৮:২৬

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় লোগো

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।

ছাত্রদের আজ বিকেলে ও ছাত্রীদের কাল সকালের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গতকাল বিকেলে ক্রিকেট খেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি রাতেই মীমাংসা করা হলেও সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।