English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৭:০৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর নেতাদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর নেতাদের শ্রদ্ধা

 

ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগন ধানমণ্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় তাদের সঙ্গে ছিল আ.লীগের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা। সকাল ১১.০৫টায় শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর নেতারা এবং সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ নেতারা।

এসময় আ.লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, বর্তমান কমিটি অনেক শক্তিশালী হয়েছে। তৃণমূল মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড থেকে থানা সব পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেছে। এখন থেকে এ কমিটির সঙ্গে তরুণ প্রজন্মের নেতারা সক্রিয় হয়ে কাজ করতে পারবে। দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে পারবে তারা।

ঢাকা মহানগর উত্তর আ.লীগের নব নির্বাচিত সভাপতি একে এম রহমত উল্লাহ বলেন, আমরা কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের নব নির্বাচিত সভাপতি আবুল হাসনাত বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ কমিটি অনেক ভালো হয়েছে।

এদিকে নবগঠিত কমিটির নেতারা আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আজ সোমবার বিকেল ৫টায় শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।