English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৭:৫৩

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৪

অনলাইন ডেস্ক
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৪

রাজধানীর চার এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে চারজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর মধ্যে দুই যুবক বেকারত্ব হতাশা থেকে এ আত্মহত্যা করেন। শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৭টার মধ্যে মিরপুর, রূপনগর, রামপুরা ও তুরাগ এলকায় এ ঘটনা ঘটে।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা, মিরপুর থানার এসআই আহসান হাবিব, তুরাগ থানার এসআই মাহবুব আলী ও রামপুরা থানার এসআই কামরুল ইসলাম এই চার মৃত্যু নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার রাত ১টার দিকে মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকা থেকে আশিক ইবনে মাহমুদ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আশিক মিরপুর রূপনগরের বর্ধিত পল্লি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। ৭-৮ মাস ধরে তিনি বেকার ছিলেন। এ কারণেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মিরপুরের মনিপুর মোল্লাপাড়ার একটি বাসা থেকে হুমায়ুন কবীর (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। হুমায়ুন কবীর নীলফামারী থেকে চাকরির উদ্দেশে ঢাকায় আসেন তার আত্মীয়ের বাসায়। রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। ভোর ৫টার দিকে তার আত্মীয় শহিদুল ইসলাম বাথরুমের দিকে যান। বাথরুম বন্ধ দেখে তিনি অনেক ডাকাডাকি করেন। পরে সাড়া শব্দ না পেয়ে বাথরুমের দরাজা ভেঙে দেখেন গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তিনি। ধারণা করা হচ্ছে বেকার থাকার কারণে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।

তুরাগ থানার বাউনিয়া এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তানজিলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হারুন অর রশীদের সঙ্গে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তিন-চারদিন আগে তানজিলা তার বাবার বাড়ি তুরাগ বাউনিয়া পূর্বপাড়ার বাসায় বেড়াতে আসেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান তিনি। পরে ভোরে তাকে অনেক ডাকাডাকি করা হয়। তিনি না ওঠায় দরাজা ভেঙে আড়ার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এছাড়া রামপুরার বনশ্রীর বি ব্লকের একটি বাসা থেকে শনিবার গভীর রাতে মোজাম্মেল হক (৫৫) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়। মোজাম্মেল রামপুরার বি ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার কেয়ারটেকারের কাজ করতেন। কাল রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এই চার জনের  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।