English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ২০:১৫

রাজধানীতে অস্ত্রসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অস্ত্রসহ দুই যুবক আটক
আটক প্রতীকী

রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, নাহিদ সেরনিয়াবাত (৩০) ও যুবায়ের (২৯)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, নাহিদ বরিশালে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। শুক্রবার সকালে যাত্রাবাড়ির গোপালবাগ মোড় থেকে নাহিদ ও যুবায়েরকে আটক করে র‌্যাব-১০।

তিনি জানান, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।