English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ০১:২৩

চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু কাল

আগামীকাল শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা নভোএয়ার-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬। বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ভ্রমণ-বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ত্রয়োদশবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান সংস্থা ‘নভোএয়ার’।

আর আয়োজক পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন মহাব্যবস্থাপক সৈয়দ আহসান হোসেন কাজী এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে আজ থেকে ১৩ বছর আগে আমরা ঢাকা ট্রাভেল মার্ট আয়োজনের উদ্যোগ নিই। বিগত বছরগুলোয় পর্যটন ক্ষেত্রে, বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে; এতে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি।’ তিনি বলেন, দেশে একটি টেকসই পর্যটন খাত সৃষ্টি করতে হলে বর্ধিত সংখ্যায় বিদেশী পর্যটক আকৃষ্ট করা জরুরি। আর এজন্য অনেক কিছুই করতে হবে।