English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ০১:৪৩

তুরাগে মেস বাসাতে যুবকের আত্মহত্যা

ইলিয়াছ মোল্লাঃ তুরাগ থেকে:
তুরাগে মেস বাসাতে যুবকের আত্মহত্যা

গতকাল রাজধানীর তুরাগ এলাকায় মোঃ ফরিদুল ইসলাম (২২) নামে এক যুবক ফ্যানের সঙ্গে দড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

সন্ধ্যা  ৭টার দিকে মেস বাসা থেকে তার লাশ উদ্ধার করে তুরাগ থানার পুলিশ। ফরিদুলের গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামসনা গ্রামে। তার পিতার নাম জুমুল হক।    নিহতের ভাই ও তুরাগ থানা সূত্র জানা যায়, ফরিদুল তার বড় ভাইয়ের সাথে তুরাগের রানাভোলা এলাকায় আনিসুলের বাড়ীতে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সকালে বাসা থেকে অফিসে না গিয়ে বাসায় থাকেন। দিনের কোনো এক সময়ে ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন । সন্ধ্যা  ৭টার দিকে তার বড় ভাই বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও  কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ফরিদুল ইসলাম কে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।