English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৮:৪৩

বিএমডব্লিউ এক্সফাইভ গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
বিএমডব্লিউ এক্সফাইভ গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিলাস বহুল বিএমডব্লিউ এক্সফাইভ মডেলের একটি গাড়ি রাজধানীর গুলশান থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িটির দাম তিন কোটি টাকা।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাড়ি আটকের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, যাদের কাছে অবৈধ গাড়ি আছে তাদের দ্রুত গাড়ি জমা দিতে হবে। এক্ষেত্রে অবৈধ গাড়িগুলো প্রকৃত শুল্কায়ন করে ছেড়ে দেয়া হবে। আর যারা জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

এতে জানানো হয়, এ ধরনের তিন শতাধিক বিলাস বহুল গাড়ি বিগত ২০১০ থেকে ২০১৩ সালে ‘কার্নেট ডি প্যাসেঞ্জার’ সুবিধায় দেশে প্রবেশ করে। এর মধ্যে দেড় শতাধিক গাড়ি জাল দলিল ও ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যবহার হচ্ছে। এসব গাড়ি ও মালিকদের খুঁজছে শুল্ক গোয়েন্দারা।